হাঁসফাঁস গরম, সানস্ট্রোকে প্রাণ গেল টোটো চালকের

তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। মৃতের নাম শোভন পূজারু। মঙ্গলবার বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকার ঘটনা। Advertisements স্থানীয় সূত্রে খবর, হাটগ্রাম-পায়রাচালি এলাকার…

Totos to Run on Fixed Routes as State Enforces New Norms

তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। মৃতের নাম শোভন পূজারু। মঙ্গলবার বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকার ঘটনা।

Advertisements

স্থানীয় সূত্রে খবর, হাটগ্রাম-পায়রাচালি এলাকার বাসিন্দা শোভন পূজারু নামে ওই ব্যক্তি বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি গ্রামে মাসির বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো এ দিনও তিনি টোটো নিয়ে বাঁকুড়া শহরে আসেন। পরে তীব্র গরমের মধ্যে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা ওই টোটো চালককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

   

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, তীব্র গরমে সানস্ট্রোকেই টোটো চালক শোভন পূজারুর মৃত্যু হয়েছে।

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

৭ মাসের অপেক্ষার অবসান, কবে বরোচ্ছে প্রাথমিকে টেটের ফল?

গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও মিলছে না স্বস্তি। এর মধ্যে মঙ্গলবার এবং বুধবারের জন্য তেমন আশার খবর নেই আলিপুর আবহাওয়া দফতরের কাছে। আগামী দু’দিন আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ফলে ঘেমে-নেয়ে একসা হওয়ার জোগাড় হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণবঙ্গে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। অন্যদিকে, তীব্র গরমে পুড়বে দক্ষিণ। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। তবে আশার খবর রয়েছে, বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণ আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বর্ষার আগমনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।