Weather Update: উত্তুরে হাওয়ায় কমল তাপমাত্রা, আজ দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন

bengal-winter

নিউজ ডেস্ক: রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। নামবে পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে পুরোদমে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। 

তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার অনেকটাই তাপমাত্রার হেরফের হবে। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসের শীতলতম দিন আজ।

   

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় বারবার বিঘ্নিত হবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন