HomeTop StoriesWeather Today: গরম বড়দিন! হাওয়া হয়ে গেছে শীত

Weather Today: গরম বড়দিন! হাওয়া হয়ে গেছে শীত

- Advertisement -

Weather Today: কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলার দিকে তা পরিষ্কার হয়ে গিয়েছে। পঁচিশে ডিসেম্বর কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাসও পেয়েছে। তবে ভাল খবর একটাই রাজ্য জুড়েই সারাটা দিনের আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টি কিংবা তুষারপাতের কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

   

এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে আগামী দিন দুয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি। রবিবার যা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে বিষুব রেখায় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular