“আজকের কর্মসূচী শেষ”! দিনভর আগরতলায় হাঙ্গামার পর X-এ পোস্ট কুণালের

কলকাতা: মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের পর আজ ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠায় তৃণমূল কংগ্রেস (TMC)। রওনা হওয়ার সময়ই “আমাদের শবও ফিরতে পারে” বলে উল্লেখ…

কলকাতা: মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের পর আজ ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠায় তৃণমূল কংগ্রেস (TMC)। রওনা হওয়ার সময়ই “আমাদের শবও ফিরতে পারে” বলে উল্লেখ করেছিলেন কুণাল (Kunal Ghosh)। তৃণমূলের মুখপাত্রের নেতৃত্ব সায়নী ঘোষ, সুস্মিতা দেব সহ ৫ জনের প্রতিনিধিদল পৌঁছনর পর দিনভর ত্রিপুরা পুলিশ-প্রশাসন তাঁদের নাস্তানাবুদ করেছে বলে অভিযোগে সরব কুণাল।

Advertisements

এদিনের কর্মকান্ডের ইতিবৃত্তান্ত এক্সে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে আগরতলা বিমানবন্দরে নামার পরই তাঁদেরকে আটক করা হয়। তাঁদের নিতে যাওয়া গাড়ি সহ প্রিপেইড ট্যাক্সি, অটো নিতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ কুণালের। অগত্যা বিমানবন্দরের বাইরেই ধর্নায় বসতে দেখা যায় কুণাল সহ তৃণমূলের প্রতিনিধি দলকে।

বিজ্ঞাপন

কুণাল (Kunal Ghosh) এক্সের (X) পোস্টে লেখেন, “আমরা বলি হেঁটে যাব। আমরা হাঁটতে শুরু করি। পুলিশের বাধা। তখন আমরা বলি, অবিলম্বে গাড়ি চাই। আমাদেরগুলি আসতে দিন। নাহলে যেখান থেকে পারেন আনুন। অন্যথায় হাঁটব। শেষে পুলিশ রাজি হয়। দুটি গাড়ি আসে।” এরপর তৃণমূল রাজ্য দফতরে গিয়ে সরেজমিন করেন তাঁরা। তারপর সাংবাদিক সম্মেলনের পর রাজ্য পুলিশের ডিজির কাছে গিয়ে পার্টি অফিসে হামলাকারীদের অতি সত্বর আটক করার দাবী জানান কুণালরা।

https://x.com/KunalGhoshAgain/status/1975890589481881796

“এর আগে অভিষেকের কনভয়সহ আমাদের নেতাকর্মীদের উপর হামলার কেসগুলো কী অবস্থায় আছে, জানাতে হবে। এখানকার নেতাকর্মীদের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে”, বলে দাবী তোলেন তাঁরা। এদিনের আগরতলা সফরের আগাগোড়া খবর রেখেছেন মাননীয়া দলনেত্রী” এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এক্সে উল্লেখ করেছেন কুণাল। মোট ৭ টি পয়েন্টে বুধবারের ঘটনাক্রম সাজিয়ে সবশেষে কুণাল লেখেন, “আপাতত আজকের কর্মসূচি শেষ। রাজ্যপালের সময় চাওয়া হয়েছে। পেলে কাল যাব।”

প্রতিনিধি দলকে বাধা দেওয়ায় তোপ মমতার

অন্যদিকে, কার্যালয়ে ভাঙচুর পরিদর্শনে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়ার অভিযোগে অমিত শাহকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। কলকাতায় মমতা এদিন বলেন, “দরকার হলে আমি যাব, দেখি কার কত দম!” সেইসঙ্গে তিনি আরও বলেন, “উৎসবের মধ্যে এসআইআরের নির্দেশ দিয়েছে। সবই অমিত শাহের খেলা। তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন”।