উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা

West Bengal Governor CV Anand Bose

আজ আসন্ন পঞ্চায়েতের নির্বাচনী প্রচার কোচবিহার থেকে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে দার্জিলিঙ্গের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেই সময় বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলছিল। ২৮ জুন ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক দেন রাজ্যপাল।

   

তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি করেন, রাজ্যপালের উপাচার্যদের উপর চাপ তৈরির অভিযোগ উঠেছে আর রাজ্যপাল নিজেই সেই খবর পেয়ে এসেছেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা করে তৃণমূল ছাত্র পরিষদ।

উত্তরবঙ্গে গিয়ে রাজ্যপাল প্রশাসনকে কড়া নিশানা করে বলেন, “যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব।“ এছাড়াও তিনি বলেন, “সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।“ সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান বলেও জানান রাজ্যপাল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন