Saturday, December 6, 2025
HomeTop StoriesAnubrata Mondal: কেষ্ট'র দোলখেলা! অনুব্রতর কাটআউটে আবির মাখিয়ে হোলিখেলা অনুরাগীদের

Anubrata Mondal: কেষ্ট’র দোলখেলা! অনুব্রতর কাটআউটে আবির মাখিয়ে হোলিখেলা অনুরাগীদের

- Advertisement -

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বছরখানেকের বেশি সময় ধরেই জেলবন্দি, কিন্তু তাঁকে যে তাঁর অনুরাগীরা ভোলেননি, তারই যেন প্রমাণ পাওয়া গেল এই দোলে। সোমবার বীরভূমের সিউড়িতে অনুব্রতর বিশাল কাটআউটে আবির দিয়ে দোলের শুভেচ্ছা জানালেন অনুগামীরা। কাটআউটের পায়ে-গায়ে আবির দিয়ে ‘হ্যাপি হোলি’ জানালেন ‘কেষ্ট-ভক্তরা’!

Advertisements

কখনও ‘চড়াম চড়াম’, কখনওবা ‘গুড়-বাতাসা’, এমনই বিভিন্ন বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডে হামেশাই খবরের শিরোনামে থেকেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বীরভূম থেকে তাঁর নাম মুছে যাবে বলেই যেখানে মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ, হোলিতে যেন তার বিপরীত ছবিটাই ধরা পড়ল।

   

আরও পড়ুন: Murshidabad: সেলিমের হুঙ্কার মুর্শিদাবাদের একটা আসনও তৃণমূল-বিজেপি পাবে না

এদিন সিউড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে থাকা কেষ্টর কাটআউটে আবির দিয়ে দোল উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। অনুব্রত সশরীরে না থাকলেও, কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাঁটা পড়েনি, এদিন তা ফের একবার স্পষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত, এর আগে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সময়ে দলের শীর্ষ নেতারা যে কেষ্টর ওপর ভরসা রেখেছেন, তা কথাবার্তায় বারবারই বুঝিয়ে দিয়েছিলেন তাঁরা। সম্প্রতি নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল নেত্রী শতাব্দী রায়ের মুখেও শোনা গিয়েছিল অনুব্রতর নাম। তাঁকে ‘মিস করবেন’ বলেও দাবি করেছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। কেষ্ট-জনপ্রিয়তা যে সেই আগের মতোই রয়েছে, তাইই এবার যেন বুঝিয়ে দিল তাঁর অনুগামীরা।

আরও পড়ুন: Congress: বিজেপির পর এবার চমক দিল কংগ্রেস, এই ৫ আসনে প্রার্থী দিল দল

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বর্তমানে কেষ্টর ঠিকানা তিহার। শুধু তৃণমূল নেতাই নন, গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও বর্তমানে রয়েছেন তিহারেই। ইতিমধ্যেই আবার তাঁদের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে। চলতি নির্বাচনে অনুব্রতকে ছাড়াই বীরভূমে তৃণমূলকে লড়তে হলেও, অনুব্রতকে যে তাঁর দল ভোলেনি, সোমবার যেন সেই ছবিটাই ফের স্পষ্ট হয়ে গেল।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular