হলদিয়া: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। চলে দেদার বোমাবাজি৷ রাতে খুন হলেন স্থানীয় তৃণমূল নেতার ভাই৷ তিনি নিজেও তৃণমূলকর্মী৷ অভিযোগ, রবিবার রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে বিষ্ণুপদ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চাড়াও হয় একদল দুষ্কৃতী৷ তারা বিজেপি-র লোক বলেই দাবি৷ ভোজালি দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়৷ বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মীর দাদা গুরুপদ মণ্ডলকেও। আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়৷ রাস্তায় বন্ধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। (tmc worker allegedly killed)
রবিবার ছিল ভোট tmc worker allegedly killed
রবিবার তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আনে। ভোট মিটলেও উত্তেজনা কমেনি৷ রাতে ঘটল খুন৷
গতকাল হলদিয়া, সুতাহাটা, মহিষাদল, ময়না,তমলুক, চণ্ডীপুর-সহ মোট বারোটি শাখায় ৬৯টি আসনে কো-অপারেটিভ ব্যাংকের ভোট নেওয়া হয়। এর মধ্যে ৫৬টি আসনে জিতে নিরঙ্কুশ বোর্ড গঠনের ছাড়পত্র পায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকে ১৩টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির৷ ফলাফল প্রকাশিত হওয়ার পরই শুরু হয় ভোট-পরবর্তী হিংসা। বিজেপি কর্মীদের আক্রমণের শিকার হন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল।
তা জানালেন আইসি অনুপম মণ্ডল tmc worker allegedly killed
নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল জািয়েছেন, খুনের অভিযোগ গ্রহণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হবে। এই ঘটাকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে৷
West Bengal: Violence erupts in Nandigram during cooperative elections, leading to the murder of a TMC leader’s brother. Allegedly attacked by BJP supporters, the incident sparks protests and roadblocks by TMC members. Police investigation is ongoing.