Monday, December 8, 2025
HomeWest Bengalসেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সরগরম দেগঙ্গা

সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, সরগরম দেগঙ্গা

- Advertisement -

সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল (TMC) উপপ্রধানের ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে উজ্জ্বল মণ্ডল। তাঁর বিরুদ্ধেই উঠেছে ভারতীয় সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। এলাকাবাসীর একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাঝেমধ্যেই অনৈতিক কাজ করে উজ্জ্বল। তৃণমূলের নেতার ছেলে হওয়ায় কেউ তাঁকে কিছু বলার সাহস পায় না।

   

এদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগ তোলার জন্য তাঁদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। সেনা জওয়ানের বাড়ির সামনে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ওই জওয়ান বিএসএফে কর্মরত। পঞ্জাবে হেড কনস্টেবলের পদে কর্মরত তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজ্যে মহার্ঘ সুরা, কোন কোন মদের উপর কী হারে বাড়ছে দাম?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular