Howrah: তৃণমূলের তীব্র গোলোযোগে রেগে আগুন মমতা, হাওড়া কার্নিভাল শুরুর নির্দেশ

পার্কিং নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র কোন্দল ও মনোজ তিওয়ারি মারামারিতে জড়িয়ে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে। রাগে অগ্নিশর্মা মমতা কার্নিভাল চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী…

CM Mamata Banerjee

পার্কিং নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র কোন্দল ও মনোজ তিওয়ারি মারামারিতে জড়িয়ে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে। রাগে অগ্নিশর্মা মমতা কার্নিভাল চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্নিভাল ঘিরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অভিযোগ, মনোজ তিওয়ারি হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা মারেন। নিজের সামনে এমন ঘটনায় হতচকিত হন মন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, তার দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এদিকে ঘটনার জেরে হাওড়া সরগরম। জেলা তৃণমূলে ক্ষোভ ছড়ায়।

পার্কিংকে কেন্দ্র করে বুধবার সমস্যা তৈরি হয় হাওড়ার ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠানে। সেই ঘটনার জেরেই রাতারাতি ওই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার চাকলায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘কার্নিভাল হবে। কোনওভাবে তা বন্ধ করা যাবে না।’ হাওড়ার পুনর্নির্মিত ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় ডুমুরজলা এলাকায়। এই কার্নিভাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এই সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে মমতা বলেন, ‘কার্নিভাল হবে। আমি পুলিশকে সকালেই নির্দেশ দিয়ে দিয়েছি। কার্নিভাল কমিটি বন্ধ করেছিল। সেটা বন্ধ করার কোনও কারণ ছিল না।’

তিনি আরও বলেন, ‘আইননত পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। পুরপ্রশাসককে আমি বলব নিজের মতো ও আইনত কাজ করতে। কেউ কোনও বাধা সৃষ্টি করলে, আইন আইনের মতো ব্যবস্থা করবে। যা হয়েছে তা ঠিক নয়। যাঁরা এই কাজ করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিল। গোটা ঘটনাটি খতিয়ে দেখবেন অরূপ বিশ্বাস। দু’জনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। এমন ঘটনা কখনই বরদাস্ত করা যাবে না।’

Advertisements

বড়দিন উপলক্ষ্যে হাওড়ায় শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল। মানুষের ঢল নেমেছিল সেখানে। বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করছিলেন এই কার্নিভালে। অভিযোগ ওঠে, কার্নিভালের বাইরে পার্কিংয়ের জন্য অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। এই পার্কিং ফি তোলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ ওঠে, সৌরভ দত্ত নামে পৌর নিগমের এক কর্মী পার্কিং ফি বলে অবৈধভাবে টাকা তুলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি বলেন, ‘এর আগেও পার্কিংকে কেন্দ্র করে অশান্তি, মারপিট হয়েছিল। যাদের থেকে অবৈধভাবে পার্কিং ফি নেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে।’ বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ফের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিতর্ক বাড়ে।