Amit Shah: তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ এখন ‘মোল্লা-মাদ্রাসা-মাফিয়া’-য় পরিণত, বেনজির শাহী কটাক্ষ

বাংলায় প্রচারে এসে বড় দাবি করলেন অমিত শাহ (Amit Shah)। বললেন, ‘পশ্চিমবঙ্গে এখন মা, মাটি, মানুষের স্লোগান নয়, মোল্লা, মাদ্রাসা এবং মাফিয়ার স্লোগান ওঠে।’ বুধবার…

tmc's maa mati manush becomes mullah madrasam mafia says amit shah, তৃণমূলের মা-মাটি-মানুষ এখন মোল্লা-মাদ্রাসা-মাফিয়ায় পরিণত দাবি অমিত সাহর

বাংলায় প্রচারে এসে বড় দাবি করলেন অমিত শাহ (Amit Shah)। বললেন, ‘পশ্চিমবঙ্গে এখন মা, মাটি, মানুষের স্লোগান নয়, মোল্লা, মাদ্রাসা এবং মাফিয়ার স্লোগান ওঠে।’

বুধবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বসুর সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই শাহ অভিযোগ করেন যে, বাংলায় মমতা সরকারের আমলে দুর্গাপুজোর সময় প্রতিমা নিরঞ্জন করতে দেওয়া হয় না। অথচ রমজান মাসের সময় মুসলিম কর্মচারীদের ছুটি দেওয়া হয়। তাঁর প্রশ্ন, মুসলিম কর্মচারীদের ছুটি দেওয়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তবে কেন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হবে?

   

Amit Shah: ‘মমতা হীরক রানি’, একেবারে চাঁচাছোলা অমিত শাহ

অমিত শাহ বলেন, ‘মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে এই মমতা দিদি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু মা, মাটি, মানুষের স্লোগান তো গুম হয়ে গিয়েছে। মোল্লা, মাদ্রাসা এবং মাফিয়ার স্লোগান দেওয়া হচ্ছে বাংলার মাটিতে। ইমামদের, মোল্লাদের কি বাংলার কোষাগার থেকে টাকা দেওয়া উচিত? হাইকোর্ট না বলে দিয়েছে, মমতা দিদি ওয়াকফ বোর্ড থেকে দিচ্ছেন।’

Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থীর সঙ্গে নামের মিল! নির্দল প্রার্থীকে তুলে নিয়ে গেল বাইক বাহিনী

মমতার থেকে জবাবদিহি চেয়ে শাহ বলেন, ‘রামমন্দিরের বিরোধ করেন মমতাদি। দুর্গা বিসর্জনের অনুমতি দেন না। রমজানে মুসলিম কর্মচারীদের ছুটি দেন। মমতাদিদি সেটায় আমাদের কোনও অসুবিধা নেই। আপনি ছুটি দিন। কিন্তু আমাদের দুর্গাপুজোয় কেন দেন না, সেটার জবাব তো আপনার থেকে চাই আমরা। এরকম ভেদাভেদ কেন?’

Suvendu Adhikari: ‘৪ জুন তৃণমূল পার্টি অফিস খোলার লোক পাবে না’, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর