SIR-এর প্রথম দিনেই পথে তৃণমূল: কোন পথে হাঁটবেন মমতা-অভিষেক?

mamata-and-abhishek-begin-tmc-mega-rally-with-tribute-at-ambedkar-monument

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি (Special Intensive Revision বা SIR) মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই দিন থেকেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেট প্রক্রিয়া শুরু করেছেন। আর এই গুরুত্বপূর্ণ দিনে রাজনৈতিক বার্তায় রাস্তায় নামছে শাসক তৃণমূল কংগ্রেস।

Advertisements

কোথা থেকে শুরু মিছিল?

দলীয় সূত্রে জানা গছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলটি রানি রাসমণি রোড, কে সি দাস মোড় পেরিয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অম্বেদকর থেকে রবীন্দ্রনাথ, এই পথচলায় তৃণমূলের বার্তা স্পষ্ট, সংবিধান ও বাঙালিয়ানার প্রতীকে নিজেদের অবস্থান তুলে ধরবে দল।

   

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল পরিকল্পনা ছিল ২ নভেম্বর শহিদ মিনারে এক কেন্দ্রীয় সভা করার। তবে অনুমতি না পাওয়ায় সেই কর্মসূচি পিছিয়ে যায়। কিন্তু ভোটার তালিকার নিবিড় সংশোধনের সূচনা দিন হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তাই মিছিলকেই তাঁরা বেছে নিয়েছেন প্রতীকী প্রতিবাদের ভাষা হিসেবে।

আগরপাড়ায় পাল্টা মিছিল শুভেন্দুর TMC Rally which route will take

অন্যদিকে, একই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় ‘অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার’ দাবিতে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে, এই আগরপাড়াতেই কয়েকদিন আগে আত্মঘাতী প্রদীপ করের পরিবারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কেই আত্মহত্যা করেছিলেন প্রদীপ। ফলে মঙ্গলবার কার্যত রাজ্য রাজনীতির দুই মেরু— সংবিধান বনাম অনুপ্রবেশ, নাগরিক অধিকার বনাম বাদদানের দাবি— এই দুই দর্শনের সংঘর্ষে নামতে চলেছে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তি।

Advertisements

ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজার ৬৮১ জন বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন আরও প্রায় ১৪ হাজার অতিরিক্ত কর্মী। মোট ৭ কোটিরও বেশি ভোটারের হাতে পৌঁছবে নতুন এনুমারেশন ফর্ম।

ভোটারদের সচেতন থাকারও আহ্বান জানিয়েছে কমিশন। প্রতিটি এলাকার প্রকৃত বিএলওকে চিনতে তিনটি স্পষ্ট চিহ্ন নির্ধারণ করা হয়েছে— কমিশন-প্রদত্ত পরিচয়পত্রে কিউআর কোড, বিশেষ কিট ব্যাগ ও নথিপত্র, এবং সরকারি টুপি। পাশাপাশি ‘Book a Call with BLO’ ও ‘Connect with Election Officials’ নামে কমিশনের অনলাইন বিকল্পও চালু রয়েছে, যাতে নাগরিকরা সরাসরি যোগাযোগ করতে পারেন।

আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিবিড় সংশোধনের কাজ। গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায়, তথ্য যাচাই থেকে শুরু করে ভুয়ো পরিচয় শনাক্তকরণ পর্যন্ত, রাজ্যের ভোটারদের কাছে এটাই এখন প্রধান বার্তা: সচেতন থাকুন, তথ্য যাচাই করুন, গণতন্ত্রকে রক্ষা করুন।