বারাণসীতে ‘গো ব্যাক মমতা’ বাংলায় বিক্ষোভে তৃণমূল

সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের হয়ে প্রচারের জন্য বারাণসী গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসীতে হিন্দু যুব বাহিনী…

TMC

সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের হয়ে প্রচারের জন্য বারাণসী গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসীতে হিন্দু যুব বাহিনী কর্তৃক জয় শ্রীরাম এবং কালো পতাকার পাশাপাশি ‘মমতা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়। এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় তৃণমূল কর্মীসমর্থকদের বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠল পশ্চিমবাংলা।

বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এদিন হাওড়ায় চলা এই মিছিলে পা মেলান একাধিক তৃণমূল কর্মী সমর্থক। অরূপ রায়ের নেতৃত্ব প্রতিবাদ মিছিল চলে। শিবপুর ট্রামডিপো-হাওড়া ময়দান অবধি মিছিল হবে।

   

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, বুধবার বারাণসীতে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গঙ্গার ঘাটে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁর গাড়ি দেখতে পেয়ে কালো পতাকা দেখায়। গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে পাথর পর্যন্ত ছোড়া হয়। মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে থাকে। তবে তেমন প্রতিক্রিয়া দেখাননি।‌ জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের সভা থেকে এই ঘটনার প্রতিবাদ জানাবেন তিনি।