Threatens to Suvendu Adhikari: সিআরপিএফের সামনেই শুভেন্দুকে মারার হুমকি তৃণমূল নেতার

suvendu adhikari

এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মারার হুমকি শাসক দলের।  তৃণমূল নেতা বলেন, ক্ষমতা থাকলে ১৫ মিনিট সিআরপিএফ ছাড়া আয়। এদিন কাঁথিতে বিজেপি সন্ত্রাস বিরোধী মিছিল করে তৃণমূল। মিছিল হয় শুভেন্দুবাবুর পাড়ায়।

Advertisements

এর পর এক সভায় কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন, আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন৷ কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না৷ আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কত বড় বাপের বেটা দেখব!

Advertisements

শাসকদলের বিতর্কিত মন্তব্যে তেতে ওঠে বঙ্গ রাজনীতি। এখানেই শেষ করেন নি তৃণমূল নেতা। তিনি আরও জানান, আর নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকব না৷ শুভেন্দু এরপরও মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব। এরপরে মাত্রা অতিক্রম করলে সিআরপিএফের সামনে মারব৷ মোদী, শাহ কেউ বাঁচাতে পারবে না।