ডায়মন্ড হারবার মহকুমার কাকদ্বীপের রামতনুনগর অঞ্চলে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এলো। ধানখেত থেকে উদ্ধার হল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের (TMC Panchayat Leader) ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম রাকিব শেখ (২৭)। তিনি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো বলে জানা গিয়েছে।
সকালের দিকে গ্রামবাসীরা ধানখেতে কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। সামনে যেতেই চোখের সামনে ভয়াবহ দৃশ্য! এক যুবকের দেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় হারউড কোস্টাল থানায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিবাদ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
রাকিব শেখ কী কারণে খুন হলেন? ঠিক কারা এই ঘটনায় জড়িত? তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি? এমন বহু প্রশ্ন উঁকি দিচ্ছে এলাকাবাসীর মনে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, রাকিব শান্ত স্বভাবের ছেলে ছিলেন। কারও সঙ্গে তেমন ঝামেলার কথা তাঁরা জানেন না।
ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে তাঁর ফোনকল রেকর্ড, বন্ধুদের সঙ্গে শেষবারের কথোপকথন, ও গত ২৪ ঘণ্টার গতিবিধি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাকিব বুধবার রাতের পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সকালে দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাকিবের পরিবার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, এটি সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত খুন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। তাঁরা আরও জানান, রাকিব কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত না হলেও তার কাকার রাজনৈতিক পরিচয়ের কারণে শত্রুতা হতে পারে।
এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় তৃণমূল কর্মীদের অনেকেই ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
এই খুনের ঘটনায় রামতনুনগর ও আশেপাশের এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। রাকিব শেখের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।