নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!

মেট্রোর তখন বেশ ভিড়। হঠাৎই চোখে পড়ল মেট্রোয় দাঁড়িয়ে থাকা এক বঙ্গললনার দিকে। নীল শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে চশমা। কেমন যেন চেনা চেনা ঠেকছে। আরে…

TMC MP from Jadavpur Saayoni Ghosh went to Parliament by squeezing in the Delhi Metro , মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী

মেট্রোর তখন বেশ ভিড়। হঠাৎই চোখে পড়ল মেট্রোয় দাঁড়িয়ে থাকা এক বঙ্গললনার দিকে। নীল শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে চশমা। কেমন যেন চেনা চেনা ঠেকছে। আরে তো যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার সকালে দিল্লির মেট্রোর দেখা গেল তৃণমূলের যুব সভানেত্রীকে। কোথায় চললেন তিনি?

গাড়িতে চেপে নয়, সায়নী এ দিন সংসদে পৌঁছান আমজনতার মতোই মেট্রোয় চেপে। দেখে বোঝা দায় যে এই সায়নী বঙ্গের সাসক দলের তাবড় নেত্রী।

   

শপথ জটে মমতাদের রক্ষাকর্তা জগদীপ ধনখড়? স্পিকারের ফোন উপরাষ্ট্রপতিকে

প্রচারেও যেমন নিজের অতি-সাধারণ ইমেজ তুলে ধরেছিলেন সায়নী, সাংসদ হওয়ার পরও সেই ভাবমূর্তিই বজায় রাখছেন তিনি।

Advertisements

অভিনেত্রী থেকে সায়নী ঘোষ আর শুধু নেত্রী নন, এখন তিনি সাংসদও। যাদবপুর থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় পৌঁছেছেন তিনি।

Indian Railways: বাংলার জন্য বিরাট খবর! বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

প্রথমবার সাংসদ হিসাবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ। সংসদের প্রথম দিনের ছবি আনন্দের সঙ্গে শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। সংসদে প্রথম দিন সায়নীকে নীল শাড়ি, কপালে বড় টিপ, খোঁপা মাথায় দেখা গিয়েছিল।