‘৪ তারিখ ইভিএম খুললেই…’, ভোটের ফল নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের

   ভোট দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে ৪ তারিখ ইভিএম খুললে সবাই…

Abhishek Banerjees message to TMC representatives leaders and members after beating the restaurant owner by Soham Chakrabarty
  

ভোট দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে ৪ তারিখ ইভিএম খুললে সবাই চমকে যাবে বলেও দাবি করেন তিনি। এদিন সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের (Abhishek Banerjee) দাবি, উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারিদিকে।

অভিষেক বলেন, আজ আবহাওয়াও ভালো, যে ৯ টা আসনে ভোট হচ্ছে, সেখানে গরম তুলনামূলকভাবে কম। আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত ৫ বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে, তার জবাব সাধারণ মানুষ-গরিব খেটে খাওয়া মানুষ দেবে। বাংলার মানুষকে ধারাবাহিক ভাবে বঞ্চিত-লাঞ্ছিত-নিপীড়িত করে রাখা হয়েছ, তার প্রতিফলন আপনারা ৪ তারিখ দেখতে পাবেন।

   

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, যারা এক বুক আশা নিয়ে ৫ বছর আগে কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করেছে, তাদের মোহভঙ্গ হয়েছে। এই যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ রায়দান করবে। দক্ষিণবঙ্গের এই ৯টি আসন বা রাজ্যের ৪২টি আসন নয়, সারা দেশেই মানুষ কেন্দ্রীয় সরকারকে যোগ্য জবাব দেবে ইভিএমে। ৪ তারিখ ভোটের ফল দেখে সবাই চমকে যাবে। 

কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

আজ, শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সব কটি আসনই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। তৃণমূলের গড়ে এবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। একই সঙ্গে হারানো জমি ফিরে পেতে তৎপর বামেরাও।

দক্ষিণবঙ্গের এই আসনগুলিতে লড়াই তাই হাড্ডাহাড্ডি। আগের দফাগুলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হওয়ার এবারে সতর্ক কমিশন। ভোট শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে শেষ দফার নির্বাচনে। সপ্তম দফার ৯ আসনে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

ভোটের শেষলগ্নে মেরুকরণ তাস, মুসলিমদের নিয়ে বিরাট মন্তব্য মোদীর

বাংলায় এখন রয়েছে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে আজ, সপ্তম দফার ভোটে ব্যবহার করা হচ্ছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে।

সপ্তম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।

সব রাজ্যকে হেলায় টেক্কা বাংলার, দেশে জিতলেও বঙ্গভূমে মোদীকে বলে বলে গোল মমতার!