সিবিআইকে পাঁক ঘাঁটানো TMC বিধায়ক জীবনকৃষ্ণর স্ত্রীকেই প্রার্থী!

মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ নিয়োগ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত।     তাঁর স্ত্রী বড়ঞা পঞ্চায়েত সমিতির…

short-samachar

মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ নিয়োগ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত।

   

তাঁর স্ত্রী বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা দেন। তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম নেই।সূত্রের খবর, তৃণমূল তাঁকে তাদের প্রতীক দেবে বলে ।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়কের বাড়িতে অভিযান করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাঁচিল টপকে বিধায়ক জীবনকৃষ্ণ পালানোর চেষ্টা করে। পরে তার মোবাইল পুকুরে ফেলে দেয়। সেই মোবাইল উদ্ধার করতে পুকুরের জল মেরে পাঁক ঘেঁটে সফল হয় সিবিআই।