নিয়োগ দুর্নীতিতে (ssc scam) ফের চাঞ্চল্যকর মোড়। এবার সিবিআই অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে মিলল দুর্নীতির নথি। বিধায়কের বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতে চলে তল্লাশি। বিধায়ক বাড়ি থেকেই প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
সিবিআই সূত্রে খবর, সে সব নথির মধ্যে রয়েছে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর নাম। সেই নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্ক। জীবনকৃষ্ণ সাহা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আছেন বলে জানা যাচ্ছে। বড়ঞায় প্রবল চাঞ্চল্য। এসএসসি, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নথি এসেছে তদন্তকারীদের হাতে।

এক সপ্তাহ আগে দুয়ারে সরকার কর্মসূচিতে প্রকাশ্যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চোর বলে কটাক্ষ করেন এর ব্যক্তি। বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই ঘটনা ঘটেছিল।