TMC: নবজোয়ার শেষ হবে সংঘর্ষ কবলিত কাকদ্বীপে, মমতা-অভিষেক এক মঞ্চে

Mamata assures to guarantee citizenship at Malda meeting

এপ্রিলের ২৪ তারিখ যাত্রা শুরু হয়েছিল। তীব্র দলীয় সাংগঠনিক বিশৃংখলার মধ্য দিয়ে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি শেষ হচ্ছে আগামী শুক্রবার-কাকদ্বীপে। কোচবিহার থেকে শুরু হয়ে দক্ষিণ ২৪ পরগনায় শেষ হবে অভিষেকের জনসংযোগ।

Advertisements

জানা যাচ্ছে ওই দিন নবজোয়ার কর্মসূচির মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলার তৃ়ণমূল নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা কাকদ্বীপ। মনোনয়ন জমা ঘিরে তৃণমূল ও সিপিআইএমের মধ্যে এক দফা সংঘর্ষ হয়ে গেছে কাকদ্বীপে। আরও সংঘর্ষের আশঙ্কা থাকছে।

Advertisements

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কাকদ্বীপ থেকে পঞ্চায়েত ভোটে নির্বাচনী লক্ষ্যমাত্রা স্থির করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে জেলায় দলের একাধিক বুথে ভাঙন ধরেছে বলে স্বীকার করছে টিএমসি নেতারা। তবে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে জনতার ঢলও নামছে একথাও জানানো হয়।