‘ভোট কেনার জন্য ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি’, বিস্ফোরক দেব

ষষ্ঠ দফার লোকসভা ভোটের মাঝেই আজ শুক্রবার রীতিমতো বোমা ফাটালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। এদিন সাংবাদিক বৈঠকে হিরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি বিধায়ক…

ষষ্ঠ দফার লোকসভা ভোটের মাঝেই আজ শুক্রবার রীতিমতো বোমা ফাটালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। এদিন সাংবাদিক বৈঠকে হিরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন দেব। সেইসঙ্গে গোরু পাচারকাণ্ড নিয়েও বড় দাবি করলেন দেব।

তিনি বলেন, ‘আমার নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই পিছনে লেগে আছে হিরণ। আমার ইমেজকে আঘাত করার চেষ্টা হচ্ছে। হিরণ, শুভেন্দু আমার নাম বদনাম করার চেষ্টা করছে। দলীয় কর্মী খুন দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি। প্রতিটি বিধানসভায় টাকা বিলি করেছে বিজেপি। ইডি, সিবিআই আমার পিছনে আড়াই বছর ধরে আমার পিছনে লেগে ছিল।’ গোরু পাচার ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে দেবের। এই ঘটনায় বেশ কয়েকবার ইডি দফতরে হাজিরাও দিতে হয়েছে তাঁকে। এই বিষয়ে দেব বলেন, ‘গোরু পাচারকাণ্ডে আমাকে ফাঁসানোর জন্য আমার নাম নেওয়া হয়েছিল। অভিযোগ করা হচ্ছে আমার কাছে নাকি গোরু চুরির টাকা আছে। কিন্তু এখন বাংলার মানুষের কাছে স্পষ্ট কাদের কছে গোরু চুরির টাকা আছে। আমাকে জোর করে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। কালকে অভিযোগ করা হচ্ছে আমার কাছে নাকি গোরু চুরির টাকা আছে। কালকেই আমার মনে হল এবার আমাকে জবাব দিতে হবে। বেশিদিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি।’

   

এদিকে ঘাটাল থেকে আজ এক বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত বেরার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে দেব বলেছেন, ‘প্রতিটি বিধানসভায় ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি ভোট কেনার জন্য। ভয় দেখিয়ে কীভাবে ভোট ছিনিয়ে আনা যায় সেটা বিজেপি করছে। কোটি কোটি টাকা বিলি করা হচ্ছে ভোট কেনার জন্য। টাকা বিলিয়ে ভোট কেনা হচ্ছে। পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে।’