ধর্ষণ! ভোটের মাঝে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের TMC-র

লোকসভা ভোটের মুখে চরম পদক্ষেপ নিল তৃণমূল (TMC)। আর তৃণমূলের এই পদক্ষেপের জেরে চরম অস্বস্তিতে পড়ে গেল রাজ্য বিজেপি। সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো বলে বিজেপি…

লোকসভা ভোটের মুখে চরম পদক্ষেপ নিল তৃণমূল (TMC)। আর তৃণমূলের এই পদক্ষেপের জেরে চরম অস্বস্তিতে পড়ে গেল রাজ্য বিজেপি। সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো বলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অন্যান্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে পশ্চিমবঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। ৩৩ মিনিটের এই ভিডিওটি একটি গোপন ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছে। এতে দুই বিজেপি নেতা-নেত্রী গঙ্গাধর কোয়েল ও শান্তি দুলুইকে দাবি করতে দেখা যায়, সন্দেশখালিতে মহিলাদের করা গণধর্ষণের অভিযোগ সবই মিথ্যা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল নেতার বাড়িতেও অস্ত্র রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

   

এই ভিডিওতে সন্দেশখালির জবা রানী সিংহ নামে এক ভুক্তভোগীকেও দেখা গেছে। তাঁর দাবি, ধর্ষণ করা হয়নি। তিনি বলেন, ‘আমাকে ধর্ষণ করা হয়নি। আমাদের একটি চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। সবই ইংরেজিতে লেখা ছিল তাই কিছুই বুঝতে পারিনি। আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমাদের ২০০০ টাকা দেওয়া হয়েছিল।’