প্রাক্তন স্বামীকে লম্পট-চরিত্রহীন বলে কটাক্ষ করলেন সুজাতা মণ্ডল

Sujata Mondal

‘লম্পট-চরিত্রহীন সাংসদকে একটা ভোটও দেবেননা। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের ১৫ কোটি টাকা কোথায় গেল? সঙ্গে ১০,কোটিরও হিসেব নেবেন।’ প্রাক্তন স্বামী, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ঠিক ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী ও বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল। রবিবার জয়পুর বিডিও অফিস সংলগ্ন মাঠে তৃণমূলের ‘জনগর্জন সভা’র প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

Advertisements

উল্লেখ্য, শনিবারই বিজেপির তরফে রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর ওই তালিকায় রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও। তিনি এবার তৃতীয় বারের জন্য বিষ্ণুপুর কেন্দ্র করে প্রতিদ্বন্দিতা করবেন।

একই সঙ্গে সুজাতা মণ্ডল এদিন তিনি ওই সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সন্ধ্যা সাতটার পর ওই লম্পট খাঁকে আপনারা ফোনে পান?’ আর তাই এই সাংসদকে বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে বলে পরামর্শ দেন।

Advertisements

এছাড়াও এদিন তিনি বলেন, ‘যদি পয়সা দিতে আসে নেবেন, মালক্ষীর কোন রং হয়না। পাঁচ বছর আগে খেতে পেতোনা, এখন অগাধ সম্পত্তি করেছে বলে তিনি দাবি করেন।