মাথায় একের পর এক গুলি, বাঁকুড়ায় খুন তৃণমূল নেতা

TMC leader murder Bankura

বাঁকুড়া: রক্তাক্ত বাঁকুড়ার সোনামুখী৷ সোমবার গভীর রাতে মাথায় একের পর এক গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতা সায়ন শেখকে। নিহত সায়ন পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বুথ সভাপতির দায়িত্বে ছিলেন (TMC leader murder Bankura)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও রাতে রোজ বাজার এলাকায় আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন সায়ন। বাজার থেকে কিছুটা দূরে নির্জন স্থানে বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী হঠাৎই তাঁকে ঘিরে ধরে মাথা লক্ষ্য করে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

   

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। কয়েক মাস আগে এলাকায় গুলি চালানোর এক ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সায়ন, যা পুরনো শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই দু’জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।

ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দলে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন সায়ন, যার প্রভাব পিয়ারবেরা অঞ্চলের নানা রাজনৈতিক কর্মকাণ্ডে ছিল স্পষ্ট। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত বিবাদ নাকি আগে থেকে পরিকল্পিত ষড়যন্ত্র-সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।

মঙ্গলবার সকাল থেকেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন