বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রাধান্য বিজেপি সমর্থকদের: কুণাল

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। শাসকদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যপদে তাদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে যারা ঘোষিত এবং উগ্র বিজেপি সমর্থক।

Kunal Ghosh, attack, Governor

short-samachar

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। শাসকদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যপদে তাদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে যারা ঘোষিত এবং উগ্র বিজেপি সমর্থক।

   

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, “ওই বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিয়োগ করা রাজ্যপাল গৌতম দাস ঘোষিত এবং উগ্র বিজেপি সমর্থক। দীর্ঘদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন।”

কুণাল আরও বলছেন,”বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করা হচ্ছে। রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বদনাম করার চেষ্টা হচ্ছে।”

কুণালের অভিযোগ, রাজ্যপাল রাজ্যপালের মতো দায়িত্ব পালন করছেন না। তিনি বিজেপি নেতা হিসাবে, বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন। বিজেপির লোকেদের নির্দিষ্ট উদ্দেশ্যে, ও মানসিকতা নিয়ে এক্তিয়ার বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করছেন।

তৃণমূল মুখপাত্রের অভিযোগ, রাজ্যপাল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন। তিনি এই অপচেষ্টা থেকে বিরত না হলে, তৃণমূল যে চুপ করে বসে থাকবে না, সে ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ।