বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার! শাসক দলের নেতার বড় দাবি

বহু লোকের বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar)? রাজ্যের শাসক দলের হুঁশিয়ারিকে ঘিরে সমগ্র বাংলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisements

সম্প্রতি শেষ হয়েছে লোকসভা ভোট। এদিকে গতকালই শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন। বাংলা সহ ১৩ রাজ্যে এই ভোটে মুখ থুবড়ে পরেছে বিজেপি। সেখানে ইন্ডি জোট ১০টি আসন নিজের ঝুলিতে পুড়েছে। আর এই ফলাফলেরই রীতিমতো সুযোগের সদ্ব্যবহার করলেন শাসক নেতা। যে সকল ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি।

মূলত ভোটের ভাণ্ডার না ভরানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডারই বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। তিনি বলেন, ‘যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দেওয়া দরকার। এত কিছু পাওয়ার পরে যারা তৃণমূলকে ভোট দেননি তাদের ব্যাপারে ভাবতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সরকার দেয় সেটা মনে করানো দরকার।’ কোচবিহারের দিনহাটায় শাসক দলের নেতার নয়া ফরমান ঘিরে বাংলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Advertisements

আসলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লঞ্চ করা হয়। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনও মহিলা সদস্য এর সুবিধা নিতে পারেন। এবার ২০২৪ সালে এই প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। আগে এই প্রকল্পে ৫০০ এবং ১০০০ টাকা দিত সরকার। কিন্তু রাজ্য বাজেটে এই টাকার পরিমাণ ১০০০ এবং ১২০০ টাকা করা হয়।