কলকাতা: সাত সকালে শুটআউট। তৃণমূল নেতাকে গুলি করে খুন। বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারে রাস্তায় উপর বাইক থামিয়ে একেবারে ফিল্মি কায়দায় গুলি করে কউন করা হয় তৃণমূলের জেলা-সহ সভাপতি দুলাল সরকারকে৷ মাথা ফুড়ে বেরিয়ে যায় গুলি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশমন্ত্রী৷ ইতিমধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে মালদহে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ (tmc leader dulal sarkar shot dead)
প্রকাশ্য রাস্তায় খুন tmc leader dulal sarkar shot dead
দুলাল তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মালদার ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় দাঁড়়িয়ে ছিলেন তিনি। আচমকাই সেখানে একটি বাইকে এসে দাঁড়ায়৷ ওই বাইকে তিন জন যুবক ছিলেন৷ সকলেরই মাথায় হেলমেট পরা৷ ফিল্মি কায়দায় তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি একেবারে দুলালের মাথা ফুঁড়ে বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ দিন প্রশাসনিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ শুরুতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘পুলিশের গাফিলতিতেই তৃণমূল নেতা খুন হয়েছেন।’
পরিকল্পনা করে খুন tmc leader dulal sarkar shot dead
মহেন্দ্র আগরওয়ালা নামে এক তৃণমূল কর্মী বলেন, ‘‘সকালে বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস গিয়েছিলেন দুলাল। সেখান থেকেই প্রতিদিন নিজের ফ্যাক্টরিতে যেতেন তিনি। এ দিনও তেমনটাই করেছিলেন। তিনি গাড়ি থেকে নামতেই পেছন দিক থেকে বাইক নিয়ে গুলি চলানো হয়। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা বুঝতে পারছি না৷’ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ওঁর অনেক রাজনৈতিক শত্রু ছিল৷ একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে৷
West Bengal: TMC leader Dulal Sarkar was shot dead in a dramatic shootout in Malda’s English Bazar on January 2, 2025. Chief Minister Mamata Banerjee and the police minister have expressed their dissatisfaction with the police’s role in the incident.