Berhampore: ছাত্রী খুনে ধৃত বিজেপি কর্মী, ফের বোমা ফাটালেন দেবাংশু

বহরমপুরে (Berhampore) ছাত্রী খুনের ঘটনায় এবার নয়া মোড়, ধৃত যুবক বিজেপির লোক বলে দাবি করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় গোরাবাজার এলাকায় খুন হন মেধাবী কলেজছাত্রী সুতপা। ছাত্রীর বাবা জানান, ‘সন্ধ্যে ৬টা নাগাদ মেয়েকে মেসেজ করেন। এরপরেই মেয়ের এমন পরিণতি হবে ভাবতেও পারিনি।’ এদিকে এই ঘটনাতেও লাগল রাজনৈতিক রঙ।

দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে লেখেন, ‘শুভেন্দু বাবু, বহরমপুরের কুখ্যাত খুনি এই সুশান্ত আপনাদের দলের কর্মী। আগে নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে বেড়ে ওঠা একটাও ভদ্রলোককে আজ অবধি দেখলাম না! সবকটা ধর্ষক, খুনী, চোর, জল্লাদ নয়ত লোডশেডিং করে জেতা লোকজন!’ উল্লেখ্য, এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করেন, বহরমপুর গার্লস কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রীকে ভর সন্ধ্যায় প্রকাশ্যে পরপর ছুরির কোপ হামলাকারীর। এমন কি মাটিতে লুটিয়ে পড়ার পরেও হামলা চলতে থাকে। নৃশংস ভাবে ছাত্রীকে কুপিয়ে খুন। প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে হামলাকারীর হুমকি, ভয়ে পিছিয়ে গেলেন তারা।

   

তিনি এই ঘটনাকে ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি টুইট করেন, ‘পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির চরম নিদর্শন। আততায়ীদের মনে প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে এমন গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই রাজ্যে অস্ত্র জোগাড় করা ভুসিমাল দোকান থেকে মাল নেওয়ার মতোই সহজ। মহিলারা কি কখনো নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন?’ মঙ্গলবার শুভেন্দুর টুইটের পাল্টা দেন দেবাংশু।

এদিকে সোমবার খুনের কয়েক ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। তিনিও মালদার বাসিন্দা। পুলিশি জেরায় ধৃত সুশান্ত জানায়, ‘গত ২১ সালের ফেব্রুয়ারি মাসে সুতপাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু গত চার মাস আগে তাঁদের সম্পর্কে চিড় ধরে। আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি সুতপা। অন্য আর এক জনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন