তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, ব্যাপক শোরগোল বাংলায়

tmc

একদিকে যখন আরজি কর-কান্ডে সমগ্র বাংলা উত্তাল তখন এক তৃণমূল নেতার (TMC Leader) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বেলুড়ে জিটি রোডের ওপর। হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বুধবার বেলুড়ে জিটি রোডের উপর হামলার শিকার হন হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। কালীঘাটে পুজো দিয়ে তিনি স্বপরিবারে বাড়ি ফিরছিলেন। এরপর তাঁর গাড়িতে আচমকাই কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির কাচে গুলি লেগেছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা তিনি দেখতে পাননি।

   

রাস্তা অন্ধকার থাকায় কাউকে দেখতে পাননি তিনি বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও কৈলাস মিশ্রের অভিযোগ, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তাঁর গাড়িতে। তাঁকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়।

 

 

 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন