Arjun Singh: ব্যারাকপুরে দুষ্কৃতী দমনে অর্জুনের পাঁচ শক্তিশেল

ব্যারাকপুরে দুষ্কৃতী দমনে অর্জুনের পাঁচ শক্তিশেল৷ ভিকি যাদব খুনে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা অর্জুন সিং (Arjun Singh)৷ নিহত ভিকি যাদব তার গুরু ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিশেষ পরিচিতদের একজন। গুরুর সাথেই ভিকি তৃ়ণমূল ও বিজেপিতে আসা যাওয়া করেছিল। সেই ভিকি খতম। তাকে মেরে হামলাকারীরা অর্জনু সিংকে কঠিন বার্তা দিল বলেই উত্তর ২৪ পরগনা জেলার রাজনৈতিক মহলে আলোচনা।  

Advertisements

Arjun singh

   
Advertisements

এবার কি টার্গেট ‘ভাটপাড়ার রুইমাছ’ ? এমনই শব্দ ঘুরছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সর্বত্র। শিল্পাঞ্চলের সুপারি কিলারদের নিজস্ব ভাষা-শব্দ ব্যবহার করে অনেকেই বলছেন ভিকিকে খুন করিয়ে এবার রুইমাছকে টার্গেট করার বার্তা দেওয়া হয়েছে। রুইমাছ থাকে ভাটপাড়ায়।