Anubrata Mondal: ‘গাঁজা কেস’ হুমকিদাতা অনুব্রত আসানসোল জেলে, বীরভূম কার?

টানা ১৪ দিন অর্থাৎ দু’সপ্তাহ আসানসোল (Asansol) জেলের কু়ঠুরিতে সিবিআই করবে টানা জেরা। গোরু পাচার মামলায় বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata…

Anubrata Mondal: 'গাঁজা কেস' হুমকিদাতা অনুব্রত আসানসোল জেলে, বীরভূম কার?

টানা ১৪ দিন অর্থাৎ দু’সপ্তাহ আসানসোল (Asansol) জেলের কু়ঠুরিতে সিবিআই করবে টানা জেরা। গোরু পাচার মামলায় বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জায়গা দিতে জেল কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা নিয়েছে।

তাৎপর্যপূর্ণ, বুধবারই আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন টিএমসির হেভিওয়েট নেতা বিধান উপাধ্যান। তিনি পুরনিগমের মেয়র। আর আসানসোলের ভোটে তৃণমূল থেকে দায়িত্বে থাকেন অনুব্রত। তবে অনুব্রতকে নিয়ে বিধান উপাধ্যায় নীরব।

জেল হেফাজতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে অনুব্রত মণ্ডলে। বুধবার কলকাতা থেকে সাদা পাঞ্জাবি পরা অনুব্রত মণ্ডলকে বিশেষ নিরাপত্তা দিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোলে আনা হয়। সওয়াল জবাব শেষে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Anubrata Mondal: 'গাঁজা কেস' হুমকিদাতা অনুব্রত আসানসোল জেলে, বীরভূম কার?
এদিকে বীরভূমে ছিল চাপা উত্তেজনা। কী হবে জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির। তবে অনুব্রত মণ্ডলের জেল হেফাজত শুনে তৃ়নমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। কেন্দ্র সরকার ও সিবিআইয়ের তদন্তের বিরুদ্ধে বোলপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল বের হয়।

এদিকে জেলা তৃণমূল কংগ্রেস শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজ্য নেতারা। অনুব্রত মণ্ডলকে দলীয় জেলা সভাপতির পদ থেকে সরানোর ঘোষণা করা হবে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল হওয়ার পর তাঁকে দলীয় ও মন্ত্রীপদ থেকে সরানো হয়েছে।

Advertisements

Anubrata Mondal: 'গাঁজা কেস' হুমকিদাতা অনুব্রত আসানসোল জেলে, বীরভূম কার?

কে হবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নাকি অনুব্রতর প্রবল বিরোধী কাজল শেখ? এ নিয়ে চর্চা তুঙ্গে। তদন্ত সূত্রে আন্তর্জাতিক গোরু পাচার মামলায় বিএসএফের কি়ছু অফিসারের সঙ্গে অনুব্রতর যোগাযোগ ধরে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে সিবিআই।