HomeWest BengalWest Bengal: তোলা না পেয়ে মারধর পরিবারকে, তৃণমূলকে বিঁধছে বিরোধীরা

West Bengal: তোলা না পেয়ে মারধর পরিবারকে, তৃণমূলকে বিঁধছে বিরোধীরা

- Advertisement -

রাত্রিবেলা ফোন করে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, সেই তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী ও তার পরিবারকে বেধড়ক মারধর। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছোটফিঙ্গা নজরুল স্পোর্টিং ক্লাব এলাকার ঘটনা।

জানা গেছে, মঙ্গলবার রাত্রিবেলা গাড়ি চালক আজিম মোল্লাকে ফোন করে ডাকেন এলাকার কাউন্সিলর পিঙ্কু কুমার ভৌমিকের ঘনিষ্ঠ ইমরান মণ্ডল। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা চাওয়া হয়। আজিম তোলা দিতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই খবর পাওয়ার পর তার ছেলে রবিরুল মোল্লা ও মেয়ে বেবি বিবি ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয়। আহতদের অভিযোগ, ইমরান মণ্ডল, আবদুল ইন্দ্রিস, সাহিল, মিরাজ সহ কুড়ি পঁচিশ জন মিলে তাঁদের বেধড়ক মারধর করে।

   

গোটা ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে নিমতা থানায়। এই গোটা অভিযোগ অস্বীকার করেছে যুব নেতা ইমরান মণ্ডল। তিনি আবার পাল্টা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে রবিউল এলাকায় মদ খেয়ে তাণ্ডব করছে। সেই কারণে ছেলেকে সামলানোর জন্য তার বাবাকে ডেকে পাঠানো হয়েছে। তবে রবিউল উল্টে কয়েকজনকে এনে তাঁদের মারধর করেছে। এরপর তারাও নিমতা থানায় পাল্টা অভিযোগ দায়ের করে।

ঘটনার বিষয়ে আজিম মোল্লা বলেন, “আমায় ডেকে পঞ্চাশ হাজার টাকা চাইল। আমার ছেলেকেও মারল আমায়ও মারল। সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে।” ইমরান মণ্ডল বলেছেন, “একটা মীমাংসা চলছিল। ওরা মদ খায়, জুয়া খেলে সেই প্রতিবাদ করার জন্য আমার নামে চক্রান্ত করছে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular