লড়াই করেও সংসদ থেকে খালি হাতেই ফিরলেন সায়নী

২০২৪-এর সাধারণ বাজেটে কলকাতা মেট্রোর জন্য বেশ ভালই সুখবর আছে। কিন্তু তা সত্ত্বেও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh) হয়ত খুব একটা খুশি নন। কার্যত…

Sayoni Ghosh

২০২৪-এর সাধারণ বাজেটে কলকাতা মেট্রোর জন্য বেশ ভালই সুখবর আছে। কিন্তু তা সত্ত্বেও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh) হয়ত খুব একটা খুশি নন। কার্যত এবারের বাদল অধিবেশন থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে।

কলকাতার তিনটি বড় মেট্রো প্রকল্পে বেশ ভালো অঙ্কের বরাদ্দ জুটেছে। কিন্তু যে মেট্রো প্রকল্পের কথা সংসদে দাঁড়িয়ে সওয়াল করেছেন সায়নী তার ভাগ্যে শূন্যতার অন্ধকার ছাড়া আপাতত কিছুই নেই।

   

এবারের বাজেটে কলকাতার তিনটি বড় মেট্রো প্রকল্প মিলিয়ে মোট ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। বরাদ্দ বেড়েছে কলকাতা তিন মেট্রো প্রকল্পেই। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ৩০০ কোটি বরাদ্দ বেড়েছে।

দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে ৪১ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সব থেকে বেশি বরাদ্দ বেড়েছে জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রোতে। এই প্রকল্পে ৪০৮ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে কলকাতার তিন মেট্রো প্রকল্প মিলিয়ে বরাদ্দ বেড়েছে ৭৫০ কোটিরও বেশি।

এদিকে বাজেট পেশ এর আগের দিনই সংসদে বক্তৃতা রেখেছিলেন যাদবপুরের সাংসদ সায়নী। তাঁর বক্তৃতার মূল দাবি ছিল নিউ গড়িয়া থেকে বারুইপুরের মেট্রো এক্সটেনশনের প্রকল্পের আর্থিক বরাদ্দ বাড়ানো এবং প্রকল্প দ্রুত চালু করা। সায়নী দাবি করেন ২০১১-১২ সালে প্রথম কবি সুভাষ থেকে বারুইপুরে মেট্রো এক্সটেনশনের প্রস্তাব নেওয়া হয়।

তাঁর দাবি ওই প্রস্তাব শুধু খাতায়-কলমেই। প্রকল্পের জন্য কার্যকারী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১৭ সালে আদি গঙ্গা বরাবর ব্রিজ তৈরি করে লাইন পাতার পরিকল্পনা করা হলো তা নিয়েও কোনো উচ্চবাচ্য আর হয়নি, দাবি সায়নীর।

সম্প্রতি যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রথমবারের জন্য নির্বাচন লড়েই সাফল্য পেয়েছেন সায়নী। নির্বাচনের প্রচারে মেট্রো সম্প্রসারণ নিয়ে বরাবর সরব হয়েছেন সায়নী। ভোটে জেতার পরেও এই নিয়ে আওয়াজ তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

তাঁর সংসদীয় এলাকার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বারুইপুর পূর্ব এবং বারুইপুর পশ্চিম থেকে দুই লক্ষেরও বেশি ভোট পেয়েছেন সায়নী। তৃণমূলের সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পৌঁছে নিজের প্রথম সংসদীয় বক্তৃতায় বারুইপুর মেট্রো নিয়ে তাই আওয়াজ তুলেছেন তিনি।

কিন্তু তাতে যে খুব একটা বিশেষ কাজের কাজ হল না, আজকের বাজেটেই তার প্রমাণ। আপাতত তাই আগামী বাজেটের মুখ চেয়েই থাকতে হচ্ছে যাদবপুরের নবনির্বাচিত সাংসদকে। সেই সঙ্গে নয়া মেট্রো প্রকল্প নিয়ে বারুইপুরবাসীদের অপেক্ষাও যে দীর্ঘায়িত হল, তাতে কোনও সন্দেহ নেই।