তৃণমূল বনাম তৃণমূল! রড-লাঠি নিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক পেটালো দলেরই কর্মীরা

ভোট মিটতেই ফের তৃণমূল বনাম তৃণমূল (TMC Inner Clash)! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। দলেরই অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক…

TMC leader murder at Shantiniketan

ভোট মিটতেই ফের তৃণমূল বনাম তৃণমূল (TMC Inner Clash)! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। দলেরই অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ অভিযোগ উঠল তৃণমূলের (TMC Inner Clash) ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। রড-লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

তৃণমূলের অঞ্চল সভাপতি স্থানীয় বিধায়কের অনুগামী বলে পরিচিত। অন্যদিকে ব্লক সভাপতি অন্য গোষ্ঠীর মদতপুষ্ট। এ নিয়েই বিবাদের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অঞ্চল সভাপতির অনুগামীদের অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় গুরুতর জখম হন অঞ্চল সভাপতি হবিবুর রহমান।

   

হামলার ঘটনায় হবিবুর ছাড়াও তাঁর ছেলে মেহেবুর রহমান সহ চার জন তৃণমূল নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা চালানোর কথা মানতে চাননি ব্লক সভাপতি। তাঁর দাবি, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। এর পিছনে অন্য কোনও কারণ নেই।

WB Weather Update: কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নতুন নয়। এর আগেও একাধিকবার এই জেলায় রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। ভোটের দিন গলসির জাগুলিপাড়া গ্রামে তৃণমূল সমর্থক দুই টোটো চালকের ওপর পাথর-লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে দলের কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এল।

প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এবং গলসি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই দুই এলাকার ১৭টি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যথেষ্ঠ প্রভাব রয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই দুই এলাকা থেকে ৩১ হাজার ভোটের লিড পেয়েছিল রাজ্যের শাসকদল। যদিও সেবার ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

আবারও মমতার হাতে বাজল ‘মৃত্যুঘন্টা’! ৩২ বছর পর আসলে কীসের বার্তা?

এবারও বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্রকেই টিকিট দিয়েছে গেরুয়া শিবির। আর তৃণমূল প্রার্থী করেছে সৌমিত্রর প্রাক্তন স্ত্রী তথা জেলা পরিষদ সদস্য সুজাতা মণ্ডলকে। ফলে সুজাতাকে জেতানো এবার তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। এবারে তৃণমূলের টার্গেট ছিল, এই দুই এলাকা থেকে অন্তত ৪০-৪৫ হাজার ভোটের লিড। ২৫ মে বিষ্ণুপুর কেন্দ্রে ভোট হয়েছে।