কলকাতা, ২২ সেপ্টেম্বর: তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয় (Bengal Assembly Election)। বীরভূম হোক বা ডানকুনি সর্বত্রই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে অভ্যন্তরীন তরজা। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরণের গোষ্ঠী কোন্দল তৃণমূলের জন্য যে কোনও শুভ বার্তা নয় তা বলাই বাহুল্য। এবার আরও একবার তৃণমূলের অন্দরের কঙ্কাল বেরিয়ে পড়ল ডানকুনিতে।
সেখানে তৃণমূলের যুব সভাপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব। ডানকুনি শহরে তৃণমূলের নতুন যুব সভাপতি হয়েছেন জিয়ারুল আকন। এই নির্বাচিত প্রতিনিধিকে নিয়েই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সূর্য দে। তিনি সরাসরি বলেছেন একজন সমাজ বিরোধীকে যুব সভাপতি করা হয়েছে। তিনি আরও বলেছেন দল কিভাবে এই ধরণের সিদ্ধান্ত নিতে পারে। এমন একজনকে যুব সভাপতি করা হয়েছে যে এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত।
সংবাদমাধ্যমে জিয়ারুল নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে হাসতে হাসতে বলেন এটা দলের অভন্তরীন সমস্যা আমরা একসাথে বসে ব্যাপার টা দেখে নেব। তিনি আরও বলেন তৃণমূল সংসারটা অনেক বড়, অনেক নেতৃত্ব তাই এক জনের সঙ্গে অন্যের মতপার্থক্য থাকতেই পারে। ডানকুনির সিপিএম নেতা মনোজ গায়েন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন কে সভাপতি হলেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। ডানকুনির মানুষ উপকৃত হবেন কিনা সেটাই বড় ব্যাপার।
বিজেপি নেতৃত্ব তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, এসব নগন্য ব্যাপার। সবাই জানে তৃণমূল মানে কি। এর আগেও বাংলায় অনেক জায়গাতেই গোষ্ঠী দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে। তৃণমূলের এটাই চরিত্র বলেও কটাক্ষ করেন বিজেপি নেতারা। সিপিএম নেতা মনোজ আরও বলেছেন যে এইসব অভিযোগ কেন করছেন কাউন্সিলার সূর্য দে।
তিনি কি কখনো বলেছেন যে রাজ্যে ৮০০০ স্কুল কেন বন্ধ হয়ে গেল। এলাকার মানুষের সুবিধা সুবিধা নিয়ে তো কখনো কোনো উচ্চবাচ্চ করছেন না তিনি। টিএমসির ইতিহাসে গোষ্ঠী কোন্দলের ঘটনা বহুল। বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী কোন্দলের মধ্যস্ততায় নেমেছিলেন। কিন্তু ডানকুনির মতো স্থানীয় স্তরে এমন প্রকাশ্য বিরোধ সতর্কতার সংকেত।
খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি বোমা হামলা: নিহত ৩০, আহত বহু
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের নেতৃত্বকে এই দ্বন্দ্ব মেটাতে হবে, নইলে ভোটব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ডানকুনির মতো শিল্পকেন্দ্রিক এলাকায় যুবশক্তির ঐক্য ছাড়া উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করা কঠিন।টিএমসি নেতৃত্ব এখনও এই ঘটনায় কোনো অফিসিয়াল বক্তব্য দেননি, কিন্তু স্থানীয় সূত্র বলছে, দলীয় সম্প্রসারণে অভিযোগগুলি তদন্ত করা হবে।