Lok Sabha Election 2024: বিজেপি কর্মীকে ফেলে মার তৃণমূল কাউন্সিলরের, ভাইরাল ভিডিও-য় ‘অর্জুন গড়’ ভাটপাড়ায় চাঞ্চল্য

tmc councilor lalan chowdhury allegedly beaten bjp worker in arjun singh-s bhatpara, বিজেপি কর্মীকে ফেলে মার তৃণমূল কাউন্সিলরের, ভাইরাল ভিডিও-য় 'অর্জুন গড়' ভাটপাড়ায় চাঞ্চল্য

ভোটের আগে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া। ভাইরাল বিজেপি কর্মীকে মারধরের ভিডিও। ভাইরাল সেই ভিডিও-য় দেখা যাচ্ছে, ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলর সপাটে চড় কষাচ্ছেন বিজেপি কর্মীর গালে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতারের দাবি তুলেছেন বিদায়ী সাংসদ। গ্রেফতার না হলে অন্য পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Advertisements

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর লালন চৌধুরী পরের পর চড়-থাপ্পড় মারছেন হাতে পদ্ম পতাকা ধরে থাকা এক বিজেপি কর্মীকে। কাউন্সিলরের মারের চোটে বিজেপি কর্মী রাস্তায় পড়ে যান। তবে তখন মারধর করে চলেছেন ওই কাউন্সিলর।

তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় দলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন ওই যুবক। তারই প্রতিবাদ করে যুবককে সেখান থেকে বার বার চলে যেতে বলছিলেন কাউন্সিলর লালন। কিন্তু কোনও কথা না শুনে যুবক সেখানে দাঁড়িয়েই তৃণমূলের পতাকা তুলে চলেছিলেন। এতে উত্তেজনার বশে যুবককে চড় মেরেচেন লালন চৌধুরী।

C V Anand Bose: এবার ধর্ষণের অভিযোগ বাংলার ‘লাটসাহেব’ আনন্দ বোসের বিরুদ্ধে! থানায় অভিযোগ দায়ের

Advertisements

মারধরের কথা কাউন্সিলর লালন চৌধুরী নিজেও অস্বীকার করেননি। তিনি বলছেন, ‘মত্ত অবস্থায় আমাদের ক্যাম্প অফিসের সামনে তৃণমূলের ঝান্ডা তুলে বিজেপির ঝান্ডা লাগাচ্ছিল ওই যুবক। ওকে তিন-চার বার বুঝিয়েছি। কিন্তু কথা শোনেনি। শেষে বাধ্য হয়ে এক থাপ্পড় মেরেছি, তার পরে পালিয়েছে। ভুল করেছে বলেই মেরেছি। বার বার বিরক্ত করছিল বলে মেজাজ হারিয়েছিলাম।’

অভিযুক্ত লালনকে এখনই গ্রেফতারির দাবি তুলেছেন অর্জুন সিং। গ্রেফতারি না হলে ‘বুঝে নেওয়ার’ হুমকি দিয়ে রেখেছেন তিনি। অর্জুনের কথায়, ‘তৃণমূলের থার্ড গ্রেড কাউন্সিলর লালন চৌধুরী। মানুষের ভোটে জেতেনি, সকাল থেকে বুথ দখল করে জিতেছে। সে মারধর করছে প্রকাশ্যে। পুলিশ-প্রশাসনকে বলব, এখনই ওকে গ্রেফতার করুন। না হলে, এই মারের বদলা, মারের জবাব কী ভাবে দিতে হয়, আমরা জানি। সঠিক সময়ে জবাব দেব।’