কোর্টের ভর্ৎসনার পরও হুঁশ ফিরছে না বিজেপির? ফের কমিশনে নালিশ তৃণমূলের

বিজেপির নির্বাচনী প্রচারে বিজ্ঞাপনে তৃণমূলকে হেয় করে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। এ নিয়ে তৃণমূলের মামলার ভিত্তিতে কড়া নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট স্পষ্ট…

wb-bypoll-bjp-lost-to-trinamool-congress-before-the-by-elections

বিজেপির নির্বাচনী প্রচারে বিজ্ঞাপনে তৃণমূলকে হেয় করে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। এ নিয়ে তৃণমূলের মামলার ভিত্তিতে কড়া নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, ভোটপ্রচারে এমন বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দেওয়া চলবে না। হাইকোর্টের রায় বহাল রেখে বিজেপিকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তার পরেও মঙ্গলবার বিজেপির সোশাল মিডিয়া পোস্টে দেখা গেল, ‘সনাতন বিরোধী তৃণমূল’ বিজ্ঞাপন। আর তা নিয়ে কমিশনে ফের নালিশ জানাল তৃণমূল। শাসকদলের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে এর জন্য ক্ষমা চাইতে হবে পদ্ম বাহিনীকে।

Digha: রথের দিনই মাহেন্দ্রক্ষণ, বড় চমকের অপেক্ষায় দিঘা

   

বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তৃণমূল বিরোধী বিজ্ঞাপনের ভাষা নিয়ে আপত্তি তুলে শাসক শিবিরের তরফে মামলা করা হয়। তা নিয়ে বিচারপতিরাও বিজেপিকে সতর্ক করেছেন। ভোট পর্যন্ত এ ধরণের আর কোনও বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টও সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি।

Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

মঙ্গলবার বিজেপির সোশাল মিডিয়া পেজ করে একটি পোস্ট করে তৃণমূলকে ফের ‘সনাতন বিরোধী’ বলে তোপ দাগা হয়েছে। মুখ্যমন্ত্রী ভুল উচ্চারণে নানা মন্ত্র বলে থাকেন বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে। আর তাতে স্বভাবতই আপত্তি তুলেছে তৃণমূল। আর এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়েছে। তাতে স্পষ্ট দাবি, ২৪ ঘণ্টার মধ্যে বিজেপির সোশাল মিডিয়া পোস্টটি মুছে দিতে হবে, এবং ক্ষমা চাইতে হবে। না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাবকেও চিঠি পাঠিয়েছে তৃণমূল।

বিদ্যুতের বিল শূন্য করে দেব, বিরাট প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর