শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর আসন্ন এই ভোটকে কেন্দ্র করে দেশজুড়ে যেন সাজো সাজো রব। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু তার আগেই নতুন করে আজ শুক্রবার বিজেপির বিরুদ্ধে সরব হল শাসক দল তৃণমূল (TMC)। এক কার্টুন চিত্রের মাধ্যমে বিজেপিকে একপ্রকার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল ঘাসফুল শিবির।
তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ক্যাপশানে কিছু লেখা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ে মই বেয়ে কয়েকজন উপরে উঠে আসার চেষ্টা করছেন। কিন্তু সেখানে দূর্গের মতো দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশানে লেখা রয়েছে, ‘বাংলার দরজা সুরক্ষিত, কারণ পাহারায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত বিজেপির জোমিদাররা হামাগুড়ি দিয়ে বাংলায় ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যাদের পায়ের নীচে মাটিই নেই, তাদের শৃঙ্গ জয়ের স্বপ্ন হাস্যকর।’
Bengal’s gates are fortified, and Smt. @MamataOfficial stands guard!
The Bohiragoto BJP Jomidars who are trying to crawl their way in, will find themselves tumbling head over heels. pic.twitter.com/pz6jdBw1Dn
— All India Trinamool Congress (@AITCofficial) March 29, 2024