Saumitra Khan: ‘পাগল-ছাগল সৌমিত্র খাঁর পরাজয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুজাতা

‘পাগল-ছাগল। মানুষ ওনাকে (Saumitra Khan) এবার যোগ্য জবাব দেবে।’ ভোটের সকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে (Saumitra Khan) এভাবেই নিশানা…

tmc-candidate-sujata-mondal-slams-bjp-candidate-soumita-khan

‘পাগল-ছাগল। মানুষ ওনাকে (Saumitra Khan) এবার যোগ্য জবাব দেবে।’ ভোটের সকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে (Saumitra Khan) এভাবেই নিশানা করলেন সুজাতা মণ্ডল। বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুজাতা মণ্ডল এই প্রথম লোকসভা ভোটে লড়ছেন। তৃণমূল প্রার্থী সুজাতার প্রতিপক্ষ দু’বারের সাংসদ সৌমিত্র খাঁ। একসময় তাঁরা স্বামী-স্ত্রী থাকলেও পরে ডিভোর্স হয়ে যায়।

প্রচার চলাকালীন দু’জনেই একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেন। আজ, শনিবার ভোটের দিনও তার অন্যথা হল না। এদিন সকালে সুজাতা বলেন, পাগল-ছাগল। ওনার সম্পর্কে কোনও কথা বলতে চাই না। কারণ ওনাকে আমি প্রতিপক্ষ বলে মনেই করি না। ১০ বছর সাংসদ থেকেও উনি কোনও কাজ করেননি। বিষ্ণুপুরের মানুষ ওকে এবার বিদায় দেবেন। ওর হার শুধুমাত্র সময়ের অপেক্ষা।

   

করোনাকালে বিষ্ণুপুরবাসীর পাশে সৌমিত্র দাঁড়াননি বলে অভিযোগ করেছেন সুজাতা মণ্ডল। তাঁর কথায়, করোনার সময় আমি ওকে বলেছিলাম বিষ্ণুপুর আসো। কিন্তু উনি করোনা হয়ে যাওয়ার ভয়ে দিল্লি ছেড়ে আসতে চাননি। আর ওনার চরিত্রের কথা সবাই জানেন। কর্মীদের প্রতি, মানুষের প্রতি ওনার ব্যবহারের কথা কারও অজানা নয়। ভোটবাক্সে এবার যোগ্য জবাব দেবে বিষ্ণুপুরের মানুষ।

Lok Sabha Election: তমলুক, কাঁথি সহ বাংলার ৮ কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

আজ, শনিবার ষষ্ঠ দফায় (Lok Sabha Election) বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

ভোটে ৯ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৫ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। ষষ্ঠ দফায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে – ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন কর্মীও আজ দায়িত্বে রয়েছেন। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’, জানেন ঘূর্ণিঝড়ের এই নামকরণের মানে?

রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে এই দফায়। ৬ জেলার ৮টি কেন্দ্রের জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। রাজ্যে ৮ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী।