Sougata Roy: প্রচারের ফাঁকে ফুটবলে মাতলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত

Sougata Roy

নির্বাচন নিয়ে প্রার্থীরা প্রচারে ব্যস্ত। কেউ করছেন জনসভা কেউ হাঁটছেন মিছিলে। জনসংযোগ বাড়াতে পারলেই মানুষের মন জয় করা যাবে। যার ফল পড়বে ভোটবাক্সে। সেই আশাতেই দিন গুনছেন প্রার্থীরা। তবে সৌগত রায়কে (Sougata Roy) দেখা গেল একেবারে অন্য মুডে। প্রচারের ফাঁকে দক্ষিণেশ্বর কিশোর সংঘের মাঠে ফুটবল খেলায় মাতলেন দমদমের তৃণমূল প্রার্থী।

Advertisements

দিনে একাধিক রাজনৈতিক সভা ও মিছিল করতে হচ্ছে প্রার্থীদের। দমদমে সৌগত রায়ের সমর্থনে এর আগে প্রচারে অংশ নিয়েছেন ব্রাত্য বসু। সারাদিনে নানা সভা করে হয়ত একটু মুড স্যুইং করতে চেয়েছেন প্রার্থী। দমদম কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ার জন্য তৃণমূল টিকিট দিয়েছে সৌগত রায়কে। প্রচারের ব্যস্ততার ফাঁকে তাঁকে দেখা গেল ‘সব খেলার সেরা বাঙালির’ ফুটবলে মাততে। মাঠে নেমে তিনি পেনাল্টি স্যুট আউটে অংশ নেন।

এর আগে প্রচারের ফাঁকে নিজের নির্বাচনী এলাকায় ক্যারাম খেলতেও দেখা গিয়েছিল সৌগত রায়কে। তারপর তিনি প্রচন্ড গরমের মধ্যে নেমে পড়েছিলেন স্যুইমিংপুলে। সাঁতার কাটতে ভালোলাগার কথা নিয়েই জানিয়েছেন সৌগত, ‘সুইমিং আমার খুব প্রিয়। ৫ বছর বয়স থেকে সাঁতার কাটি।’

Advertisements

দমদম লোকসভা কেন্দ্র থেকে সুশীল ভদ্র গুপ্তকে ভোটে লড়ার টিকিট দিয়েছে বঙ্গ বিজেপি। গতবারের সাংসদ সৌগত রায় নিজের মাটি ধরে রাখতে মরিয়া। দুই প্রার্থী জোরকদমে প্রচার চালাচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকায়। জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। বামেদের প্রার্থী সুজন চক্রবর্তীও প্রচারে ব্যস্ত। দমদমের মানুষ আগামী ৮ জুন ভোটবাক্সে কাকে বেছে নেয়, সেটাই এখন দেখার।