Dev Vs Hiran: আর বরদাস্ত নয়, এবার হিরণের বিরুদ্ধে বড় পদক্ষেপ দেবের

২৫ তারিখ সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ঘাটালে। তার আগেই ঘাটালের ভোটযুদ্ধে নয়ামাত্রা। এবার বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এফআইআর করার ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী দেব।…

dev hiran ghatal

২৫ তারিখ সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ঘাটালে। তার আগেই ঘাটালের ভোটযুদ্ধে নয়ামাত্রা। এবার বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এফআইআর করার ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী দেব।

নিয়োগ দুর্নীতি মামলায় আগাগোড়াই বিদায়ী সাংসদ দীপক অধিকারীকে নিশানা করেছেন হিরণ চট্টোপাধ্যায়। প্রচারপর্বে দেব-হিরণের বাকযুদ্ধ অন্য মাত্রা পেয়েছে। তৃণমূলের তারকা প্রার্থী দুর্নীতিতে যুক্ত- তার প্রমাণে হিরণ ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল। হিরণ দাবি করেছিলেন সেখানে একটি কণ্ঠ হল দেবের। তার এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন বলে দাবি হিরণের। তবে ওই অডিও তাঁর কণ্ঠস্বর নয় বলে জানিয়েছিলেন দেব।

   

বিষয়টিকে শুরুতে হাল্কাভাবে নিয়েছিলেন দেব। কিন্তু বুধবার দেব সাংবাদিকদের বলেন, ‘অনেক সহ্য করেছি আর নয়। শেষ দু-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই করছে। আমায় নিয়ে যে ফেক অডিও হিরণ বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না ও আমায় বাধ্য করেছে। আমি চাইছিলাম না ও নিজেই চাইছিল তাই আমি এফআইআর করেছি।’

CM Mamata On OBC Certificate Canceled: হাইকোর্টের রায়ে বাতিল ওবিসি শংসাপত্র! চড়া সুর মমতার! কী বললেন?

দেবের পদক্ষেপ ঘোষণার পরই হিরণ বলেছেন, ‘আমিও এটাই বলছিলাম যে আপনি এফআইআর করুন। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব। কোর্টে গেলে যেমন কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে, তেমনই আপনার গলার স্বরও পরীক্ষা করা হলেই জানা যাবে আপনি চাকরি চুরির কত বড় চক্রের সঙ্গে জড়িত। তাই এফআইআর করায় আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি।’

হিরণ প্রকাশিত ভাইরাল ভিডিও প্রসঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে, কণ্ঠস্বরটি এডিট করে তৈরি করা হয়েছিল। এদিকে বিজেপি এনিয়ে তদন্তের দাবিও করেছিল। এমনকী হিরণ দাবি করেছিলেন যে এনিয়ে সিবিআই তদন্ত করা দরকার। সেই মতো বিজেপি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন।