বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর

লোকসভা নির্বাচনের চতুর্থ দফাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠল বাংলা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা।

Advertisements

সোমবার সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ। কখনও বিজেপি, সিপিএম তো আবার কখনও রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তোলা হয়েছে। তবে এবার অশান্ত হয়ে উঠল দুর্গাপুর। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা রামপ্রসাদ হালদার বড় দাবি করেছেন। তিনি বলেন, “সকাল ৬টা থেকে এই বিজেপির লোকজন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করেছি, ভোটাররাও প্রতিবাদ করেছেন। তারা বাইরে থেকে পোলিং এজেন্ট আনার চেষ্টা করছে। এলাকার মানুষ এখানে তাদের বিরোধিতা করছে।”

   

এদিকে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “দুর্গাপুরের টিএন স্কুলের বুথ থেকে আমাদের পোলিং এজেন্টদের বারবার বের করে দেওয়া হয়েছিল। ২২ নম্বর বুথ থেকে আলপনা মুখোপাধ্যায়, ৮৩ নম্বর বুথ থেকে সোমনাথ মণ্ডল এবং ৮২ নম্বর বুথের রাহুল সাহানিকে বারবার বুথ থেকে বের করে দেয় তৃণমূলের গুন্ডারা।” 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements