বিধানসভায় নজিরবিহীন ছবি, শুভেন্দুর প্রস্তাবে সমর্থন মমতার

বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায়। সোমবার বিধানসভায় বিতর্কের আয়োজন করে সরকার। সেই তর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে অংশ নেবেন তা…

Mamata supports Subhendu Adhikeri at assambly

বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায়। সোমবার বিধানসভায় বিতর্কের আয়োজন করে সরকার। সেই তর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে অংশ নেবেন তা আগেই থেকেই স্পষ্ট ছিল। বিজেপির বিরুদ্ধে এভাবে কৌশলগত পদক্ষেপের আগে সোমবার বিধানসভায় বিরল ছবি দেখা গেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নিল সরকার। রাজ্যের প্রস্তাবে শুভেন্দুর মতকে স্থান দেওয়ার বলেছেন মুখ্যমন্ত্রী। প্রস্তাব সংশোধন করেই তা করা হবে।

সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেন,”রাজ্যের আনা প্রস্তাব সম্পূর্ণ রাজনৈতিক। সুকান্ত মজুমদার একটি প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। যা আদৌ বাংলা ভাগের নয়, তিনি মোটেও বাংলা ভাগের কথা বলেননি। আমি একটি প্রস্তাব দিচ্ছি অবিভক্ত বাংলার সামগ্রীক উন্নয়নের জন্য, আমার প্রস্তাবে সংশোধন আনুন। গোটা বাংলার উন্নয়নের প্রস্তাব আনলে আমরা সমর্থন করব।”

   

শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত এমন কোনও প্রস্তাব বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয়নি।

এদিন শুভেন্দুর বক্তব্যের পরই বক্তব্যে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে কোচবিহারে রাজবংশী নেতা অনন্ত মহারাজের কথা তুলে বলেন, “আমি অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে চা খেয়েছি, আপনি যদি আমাকে আপনার বাড়িতে ডাকেন, আমিও আপনার বাড়িতে যাব, চা খাব। এভাবেই শুভেন্দুর বক্তব্যের পাল্টা দেন মমতা। পাশাপাশি তিনি বলেন রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ রেখে রাজ্যের উন্নয়নে আসুন এক সঙ্গে কাজ করি। এভাবেই এদিন বিরোধীদেরকে সৌজন্যের বার্তা দেন তিনি।

শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” অনন্ত থাপার মতো গোর্খা নেতা, অনন্ত মহারাজদের সঙ্গে আপনিও বৈঠক করেন। বিচ্ছিন্নতাবাদী নাশকতামূলক কাজে যুক্ত নেতাদের সঙ্গেও আপনি বৈঠক করেন। সুতরাং বাংলাভাগ নিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানো উচিত নয়।”

 

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ