Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড

যাদবপুরের সিপিাইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে এলাকা চষে ফেলছেন। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। এ দিন হুডখোলা গাড়ি চেপে গড়িয়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বামেদের এই তরুণ…

tmc accused of throwing bricks at jadavpur cpim candidate srijan bhattacharya while campaigning in panchasayar area, সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড

যাদবপুরের সিপিাইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে এলাকা চষে ফেলছেন। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। এ দিন হুডখোলা গাড়ি চেপে গড়িয়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বামেদের এই তরুণ প্রার্থী। সেই গাড়ির পিছনে অটো এবং বাইকে চেপে মিছিল করে এগোচ্ছিলেন বাম কর্মী, সমর্থকেরাও। অভিযোগ, প্রচারের গাড়ি পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছতেই সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া শুরু করেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। এমনকী প্রচার গাড়িতে লাগানো কাস্তে-হাতুড়ি পতাকাও ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পঞ্চসায়রে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেছে সিপিআইএম। তাদের দাবি, লোকসভায় ‘হারের ভয়েই’ বাম প্রার্থীকে বাধা দিতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। যদিও ভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

   

সিপিআইএমের আরও অভিয়োগ যে, নাকতলা এবং সংলগ্ন এলাকাতেও দলের পতাকা এবং বাম প্রার্থীর প্রচারের ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। সোমবার রাতের এই ঘটনাতেও বামেদের অভিয়োগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিয়োগ দায়ের করা হয়েছে।

Weather: ১৫ জেলায় কালবৈশাখীর ভ্রূকুটি, সঙ্গী হবে ব্যাপক বৃষ্টি

 

পঞ্চসায়রের ঘটনার পর সৃজন ভট্টাচার্য বলেছেন, ‘হেরে যাওয়ার ভয়েই তৃণমূল আমাদের বাধা দিতে শুরু করেছে। তবে এভাবে আমাদের আটকানো যাবে না। আমাদের জয় হবেই।’

সব অভিযোগ উড়িয়ে তৃণমূল মুখপাত্র তথা কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রশ্ন, ‘তিনের সঙ্গে একের কোনও লড়াই হয় না। তৃতীয় স্থানে যারা থাকবে, তাদের খামোকা তৃণমূল ফুটেজ দিতে যাবে কেন?’