কলকাতা: মার্চের গরমেই হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর৷ এপ্রিল-মে মাসে তাপদাহের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে৷ যা নিয়ে উদ্বেগ বাড়়তে শুরু করেছে। তবে আজ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷ আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা কমবে৷ চলুন, দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন থাকবে।
ঝড়বৃষ্টির পূর্বাভাস thunderstorm rainfall prediction
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ঝড় উঠতে পারে। ২০, ২১, ২২ মার্চ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবাহিত হবে, এবং বাতাসের গতিবেগ বৃষ্টির জন্য অনুকূল থাকবে।
২০-২৪ মার্চের আবহাওয়া পূর্বাভাস thunderstorm rainfall prediction
২০ মার্চ (বৃহস্পতিবার)
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী ঝড়ও হতে পারে এই এলাকায়। সব জেলায় ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
২১ মার্চ (শুক্রবার):
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
২২ মার্চ (শনিবার):
বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
২৩ মার্চ (রবিবার):
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।
২৪ মার্চ (সোমবার):
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস thunderstorm rainfall prediction
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ মার্চ (শুক্রবার) এবং ২৩ মার্চ (শনিবার) উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে।
২৩ মার্চ (রবিবার) উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ২৪ মার্চ (সোমবার) উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ এই ঝড়বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দেবে, তাপমাত্রা কমে যাবে এবং কিছুটা আরাম পাওয়া যাবে।
West Bengal: Heatwave concerns rise in West Bengal as March temperatures soar. Relief expected with thunderstorms & rainfall from March 20-24 across southern districts like Bankura, Jhargram, and Medinipur. Stay updated with detailed weather forecasts & alerts for this week.