প্রায় তিন বছর পর তৃণমূলে ঘর ওয়াপসি অর্জুনের

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ঘর ওয়াপসি হল অর্জুন সিংয়ের৷ রবিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন ব্যারাকপুরের সাংসদ। তিন বছরের বেশী সময় ধরে বিজেপিতে থাকার পর তৃণমূলে ফিরলেন তিনি।

Advertisements

২০১৯ সালে নির্বাচনের আগেই মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপির দিল্লির সদর দফতরে পদ্মের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অর্জুন। এরপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাজিত করেন৷ বিজেপিতে থাকাকালীন সাংসদ পদ ছাড়াও সামলেছেন রাজ্য সহ-সভাপতির পদ৷

   

প্রায় তিন বছর পর তৃণমূলে ঘর ওয়াপসি অর্জুনের

সম্প্রতি কেন্দ্রের পাট শিল্পের নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে আওরব হন অর্জুন। তোপ দাগেন কেন্দ্রিয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে৷ অর্জুনের মানভঞ্জনে নামের কেন্দ্রিয় নেতৃত্ব। কিন্তু তাতে লাভ হয়নি। রাজ্য বিজেপির সাংগঠনিক কার্যপদ্ধতি নিয়ে সরব হন অর্জুন৷ তখন থেকেই তাঁর তৃণমূল যোগের জল্পনা প্রবল হয়। পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অর্জুনের সঙ্গে একান্ত বৈঠক করেও সন্তুষ্ট করতে পারেননি৷ রবিবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন অর্জুন৷

<

p style=”text-align: justify;”>এদিন ভাটপাড়া থেকে সোজা চলে আসেন আলিপুরের অভিজাত হোটেল তাজ বেঙ্গলে। সেখানে ১ ঘন্টা ১৫ মিনিট থাকার পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে উপস্থিত হন তিনি। সেখানেই যোগদান হয় সাংসদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements