Alipurduar: আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় মৃত ছানা সহ তিনটি বুনো হাতি

একসাথে তিনটি বুনো হাতির মৃত্যু হলো ডুয়ার্সে। এদিন সকালে আলিপুরদুয়ার (Alipurduar) জংশন থেকে শিলিগুড়ি জংশনগামী একটি মালগাড়ির সাথে ধাক্কা লেগে ওই তিনটি হাতির মৃত্যু হলো।…

Elephant death in dooars

short-samachar

একসাথে তিনটি বুনো হাতির মৃত্যু হলো ডুয়ার্সে। এদিন সকালে আলিপুরদুয়ার (Alipurduar) জংশন থেকে শিলিগুড়ি জংশনগামী একটি মালগাড়ির সাথে ধাক্কা লেগে ওই তিনটি হাতির মৃত্যু হলো। রাজাভাতখাওয়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

   

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর জেরে এলাকাবাসী ক্ষুব্ধ। জঙ্গলে ঘেরা এই ট্রেন লাইনে বারবার হাতি মৃত্যুর ঘটনা যেমন ঘটে তেমনি চালক অনেক সময় ট্রেন ধীরে চালিয়ে হাতি বাঁচিয়ে দেন।

সোমবার সকালে তিনটি হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাও রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায়।

মালগাড়ির ধাক্কায় শাবক সহ তিনটি হাতি ছিটকে যায়। তাদের রক্তাক্ত দেহগুলি লাইনের চারপাশে পড়ে আছে। আরও কয়েকটি হাতি জখম বলে জানাচ্ছেন শিকারিগেট এলাকাবাসী। তারা লাইন অবরোধ করেছেন। বনফতর ও পুলিশ ঘটনাস্থলে।

উল্লেখ্য, বারবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর সামনে আসছে। তাই এবার জঙ্গলের মধ্যে হাতি চলাচলের নিরাপদ রাস্তা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে বন দফতর। বাড়ানো হচ্ছে হাতির করিডোরের সংখ্যা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে আরও সাতটি নতুন করিডোর তৈরি করা হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি নির্দিষ্ট জায়গা দিয়ে হাতির দল নিয়মিত এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। সেক্ষেত্রে হাতির যাত্রাপথের মাঝে জনবসতি বা রাস্তা থাকলে সমস্যা তৈরি হয়। সে কারণেই বন দফতরের উদ্যোগে হাতির জন্য নির্দিষ্ট করিডোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

গত ফেব্রুয়ারি মাসে কোচবিহার জেলাতেও একটি বিশেষ করিডোর তৈরির কথা ঘোষণা করা হয়। প্রায় ৫ কিলোমিটার লম্বা ও ২০০ মিটার চওড়া এই করিডরটি তৈরি হবে উত্তরবঙ্গের কোচবিহারে। একসঙ্গে যাতে অনেক প্রাণী ওই করিডর দিয়ে যাতায়াত করতে পারে, তাই ২০০ মিটার চওড়া প্রশস্ত করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।