হাবড়া সুপার মার্কেট থেকে সন্দেহজনক তিন যুবক ধৃত

হাবড়া (Habra) থানার অন্তর্গত সুপারমার্কেট যে মার্কেট পাইকারি বাজার বলে পরিচিত সকলের কাছে, দীর্ঘদিন ধরে সুপারমার্কেটে ঘটছে চুরির ঘটনা। গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে সুপার মার্কেট এর ভেতর তিন যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাদের কে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করলে চড়াও হয় স্থানীয় বাসিন্দাদের উপর, মারধর করা হয় বেশ কয়েকজনকে।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেওয়া হাবরা থানায়, হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে তিন যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই তিন যুবকের নাম উজ্জ্বল তাঁতি, দীপ তাঁতি, অজিত মালি।

   

প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছে সুপার মার্কেট এলাকায় তার সাথে কি জড়িত রয়েছে তিন যুবক। হাবড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে।

লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। এবং গ্রেফতার হওয়া তিন যুবকের বিরুদ্ধে সন্দেহজনক ডাকাতির মামলা রুজু করে হাবড়া থানার পুলিশ পাঠিয়েছে বারাসত আদালতে বিচারাধীন এর জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন