Baranagar: বাংলায় হাড়হিম করা হত্যাকাণ্ড, ৩ জনের পচাগলা দেহ উদ্ধার

রাজ্যে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। এবার বরানগরে (Baranagar) এক হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, আজ বরানগরের নিরঞ্জন সেন নগরে একই…

রাজ্যে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। এবার বরানগরে (Baranagar) এক হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, আজ বরানগরের নিরঞ্জন সেন নগরে একই পরিবারের তিনজনের রক্তাক্ত ও পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। সম্পর্কে তিনজন দাদু, বাবা ও নাতি বলে খবর।

Advertisements
শঙ্কর হালদার, অভিজিৎ হালদার ও বর্ণ হালদার

স্থানীয়দের মতে, মৃতদের নাম হল শঙ্কর হালদার, অভিজিৎ হালদার ও বর্ণ হালদার। গত কয়েকদিন ধরেই তিনজনকে দেখা যাচ্ছিল না বলে দাবি স্থানীয়দের। এরপর আজ দুর্গন্ধ পেয়ে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। পুলিশ সূত্রে খবর, তিনজনের রক্তাক্ত ও পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।