২৪-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম সরগরম বাংলা সহ সমগ্র দেশ। ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, আগামী ২০ মে রয়েছে পঞ্চম দফার ভোট। তবে এরই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণনাশের হুমকি দেওয়া হল। তাঁদের দুজনকে গাড়ির ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেওয়া হল।
আজ শুক্রবার হাওড়ার উলুবেড়িয়াতে (Uluberia) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া পোস্টার পড়ে গিয়েছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা রাকি রাজনীতিতে তীব্র শোরগোল পরে গিয়েছে। করা এই পোস্টার লাগালো সেই নিয়ে উঠছে প্রশ্ন। উলুবেড়িয়ার ১৭ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেন এই পোস্টার পড়েছে।
সাদা কাপড় টাঙিয়ে সবুজ কালি দিয়ে লেখা হয়েছে হুমকিতে ভরা কথাগুলো। একটি গোপন চিঠিও উদ্ধার করেছে পুলিশ বলে খবর। মনসা তলায় এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিবো। সবাই প্রদীপ জ্বালাইবে। আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।’