রেল যাত্রীদের জন্য সুখবর। কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার যাত্রীদের জন্য নিয়ে এসেছে এই নতুন এক্সপ্রেস ট্রেন ‘গরিব রথ’। তবে রেল সুত্রে জানান হয়েছে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের শুরুতেই এই ‘গরিব রথ এক্সপ্রেসে’র উদ্বোধন হতে চলেছে। তবে এই ট্রেন চালু হলে কলকাতা এবং আগরতলা যাওয়া আরও সহজ হয়ে উঠবে যাত্রীদের কাছে।
তবে নামটি তার গরিব হতে পারে কিন্তু সম্পূর্ণ এক্সপ্রেসটি বাতানুকূল হবে এমনটাই জানিয়েছে রেল । সেখানে থাকবে একাধিক নতুন ব্যবস্থা এবং থাকবে পরিস্কার এবং পরিচ্ছতা। এমনকি যাত্রীদের বসার আসনের দিকেও নজর রাখা হবে। এমনটাই রেল সূত্রে জানান হয়েছে। অন্যদিকে টিকিটের দামও আয়ত্তের মধ্যে থাকবে, তবে সঠিক মূল্য এখনও নির্ধারণ হয়নি রেল সুত্রে জানা গেছে।
তবে রেল আরও জানিয়েছে সপ্তাহে তিনবার এই ট্রেন ছাড়বে। দীর্ঘ প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টার যাত্রাপথ হবে এই এক্সপ্রেসের। আর এই যাত্রাপথে যাওয়ার সময় একাধিক স্টেশনে স্টপেজ দেবে নয়া ‘গরিব রথ এক্সপ্রেস’। সেই সকল স্টেশনগুলির মধ্যে মালদা টাউন, লামডিং, গুয়াহাটি, শিলচর ছারাও আরও বেশ কয়েকটি জায়গায়। তবে কলকাতা এবং ত্রিপুরার আগরতলার মধ্যে গরীব রথ চালু হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।